এসো ভাঙো। কথায় বলে না ভাঙলে কিছু গড়া যায় না। আপনি নিজেকে কতটা ভাঙতে পারবেন তার উপর ডিপেন্ড করবে আপনার গড়ে তোলা ইমারতের স্থায়িত্ব। আর স্থায়ী ইমারত কেউই বা চায় না! সে আপনার পাড়ার সান্টুদাই হোক বা শাহরুখ খানই হোক। আরে বাবা এরা কেউই তো আর এলিয়েন নয়, মানুষ। ...
নিজের পানে চাইতে মানা! (প্রথম পর্ব)
একবার আমাদের স্কুলের বাংলা স্যর হঠাৎ করে ক্লাস শেষ করে বিশাল ব্ল্যাকবোর্ডে লিখে দিয়ে গেলেন, “মনকে চারিদিক থেকে উদ্বোধিত করো।’’ উচ্চমাধ্যমিকের ছাত্র হওয়ায় ‘উদ্বোধিত’ শব্দের মানেটা জানতাম। কিন্তু পুরো বাক্যের অর্থ মাথার উপর দিয়ে বাউন্স করেছিলো। লাইনটা পড়ে ...