গ্রন্থ সংখ্যার বিচারে চার নম্বর হলেও, গল্পের বই হিসেবে “চিহ্ন” বিতান চক্রবর্তীর দ্বিতীয় বই। প্রথম বইটির মতোই গল্প লেখা আর গল্প বলা মিলেমিশে এক হয়ে গেছে এই বইটির সাতটি গল্পে। “গল্পগুলো পাঠকদের ভাবাবে”—বললে সুবিচার করা হবে না; বলা উচিত, এই গল্পগুলো আপনাদের টেনে নিয়ে দাঁড় করাবে স্মৃতির আঙিনায়। যেখানে আপনাদের জীবনের ঘটনাগুলো গল্পের ঘটনাগুলোকে ধরে-ধরে দেখে নেবে এতদিনের অদেখা, অবহেলিত চিহ্নগুলোকে। কী আর বাকি পড়ে রইল! যদি কিছু থাকে, সে-ও চিহ্নের স্বরূপ।

Buy

India | USA | UK

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *