মলাটের জগন্নাথ প্রতীকী। রং আর তুলিতে উন্মোচিত শিল্পীর এক অসামান্য শিল্পকর্ম। বাঙালির জগন্নাথ দেবালয়ের বিগ্রহ-মাত্র নয়, জগতের নাথ-মাত্র নয়, খণ্ডিত অঙ্গে তিনি আবহমানকাল ঠুঁটো। বিতান চক্রবর্তীর ষষ্ঠ গ্রন্থ, যা একাধারে লেখকের প্রথম উপন্যাসিকা, “হাতকাটা”, মধ্য ও নিম্ন-মধ্যবিত্ত যুবার দৈনন্দিনতার প্রতিফলন।
Buy
Add a Comment