ধসা বিতানের এক অন্যরকম বই। একটু কঠিনভাবে অন্যরকম লেখা। এই লেখা পাঠককে অনায়াস পঠনের স্বাদ হয়তো দেবে না, পড়ার সময় কোনো এক অস্বাচ্ছন্দ্য পাঠককে তাড়িয়ে বেড়াবে। সাধারণত, উপন্যাস বা বড় গল্প তার ডালপালা ছড়িয়ে ফেলে আর পাঠকের মনও বিস্তৃত হয় সেই অনুযায়ী, কিন্তু ধসা চালিত হয়েছে উলটোদিকে, অর্থাৎ শেকড়ের দিকে। মাটির নীচের চলন তো সহজ নয় কিন্তু সেই অন্ধকারকে জানার প্রয়োজনীয়তাই মিশে আছে বিতানের এই নতুন উপন্যাসে। বিতানের ধসা প্রশ্নের মুখে এসে দাঁড় করায়। যে অনিশ্চিত অসহায়তা ঘিরে ধরেছে মানুষকে তার প্রতিদিনের ওঠাপড়ায়, প্রতিবাদ করার ভাষা, লড়াই করার শক্তি সবকিছুতেই ঘূণ ধরে যাচ্ছে। এই পুঞ্জীভূত অবক্ষয় যে-দিন অস্তিত্বের ধস নামিয়ে দেবে, সে-দিন জীবনের চড়াই-উৎরাইয়ে কোথায় আশ্রয় পাওয়া যাবে? নিজস্বতা কি বজায় থাকবে?
Buy
Add a Comment